দৈনিক জনপথঃ আমাদের সম্পর্কে
- দৈনিক জনপথের অনলাইন সাইট, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল প্রতিদিন পরিবেশন করছে বিভিন্ন রকমের খবর, বিশ্লেষণ আর শিক্ষণীয় প্রতিবেদন, অডিও ভিডিও এবং টেক্সট ফরম্যাটে।
- দৈনিক জনপথের থেকে প্রচারিত উন্নত মানের ও বিশ্বাসযোগ্য পরিবেশনা বাংলাদেশ ও ভারত ছাড়াও মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, আমেরিকা এবং ইয়োরোপের বহু শ্রোতা এখন ইন্টারনেটের মাধ্যমে শোনেন, পড়েন এবং দেখেন।
- দৈনিক জনপথের সম্পাদকের দায়িত্বে রয়েছেন মুনিম।
- ঢাকার সাংবাদিকরা ছাড়াও সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন দৈনিক জনপথের বহু সংবাদদাতা। তাদের পাঠানো তরতাজা প্রতিবেদন, তথ্য, বিশ্লেষণ ইত্যাদি দৈনিক জনপথের ডিজিটাল মাধ্যমে নিয়মিতভাবে পরিবেশন করা হয়।